নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বুধবার ২৭ আগষ্ট বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে চৌকস পুলিশের একটি দল সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত মাদক কারবারির নাম হারুন অর রশিদ (২৫)। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারী গ্রামের আবু বক্করের ছেলে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে সফল এই অভিযানে ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী রাজিবপুরে মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত। তারা এ ধরনের সাফল্যে পুলিশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত হারুন অর রশিদ দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজিবপুরে আবারও মাদকবিরোধী কঠোর অবস্থান আলোচনায় এসেছে।
Leave a Reply