দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে অবস্থিত বাঘার চর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক রকিবুজ্জামান চৌধুরী আবারও আলোচনায়।
অভিযোগ উঠেছে, তিনি নিজের প্রভাব খাটিয়ে মাদ্রাসার ০৬ বান টিন ও প্রায় ১২ ঘনফুট কাঠ আত্মসাৎ করে নিজ বাড়িতে নিয়ে ব্যবহার করছেন ।
ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানার জন্য তার কাছে গেলে, প্রথমে তিনি অস্বীকার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অপকর্মের কথা স্বীকার করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি এভাবে মাদ্রাসার মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন। এর আগেও নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন।
ইতিপূর্বে তার বিরুদ্ধে ভিজিডি কার্ড বিক্রির অভিযোগ রয়েছে, যা ০৯/ ০৭/ ২০২৫ দেওয়ানগঞ্জ নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করেছে শহিদুল্লাহ রহমান নামের এক সমাজসেবক।
এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, একজন শিক্ষক হয়ে এ ধরনের কর্মকাণ্ড শুধু মাদ্রাসার সুনাম নষ্ট করছে না, বরং পুরো শিক্ষাঙ্গনকেই প্রশ্নবিদ্ধ করছে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এলাকাবাসীর ভাষ্য, “আমরা চাই দুর্নীতিবাজদের শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ লুট করতে না পারে।”
মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতির সাথে যোগাযোগ করলে পাওয়া যায়নি।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আবারও ১০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.