দতানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, দুর্নীতি বন্ধ এবং সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী, গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন। এতে বক্তারা স্বাস্থ্য সেবায় চলমান সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলসহ অনেকে। এসময় ভুক্তভোগী রোগীরাও তাদের অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনকারীরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ১৯ দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো
হাসপাতালে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা, রোগীদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের বিনয়ী ও
সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা,ওষুধ সরবরাহে স্বচ্ছতা আনা,সেবার ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা।
বক্তারা জানান, দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও খবর: নরসিংদীতে রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.