সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পৌর রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মাসুদ রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার টিম তাকে সহায়তা করেন।
নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় কালা মিয়া (৪০) নামের এক মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এছাড়া রশানা (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
এ সময় কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদ ও ২ মাসের বিনাশ্রম কারাদ এবং রশানাকে ৫০০ টাকা অর্থদ ও ৬ মাসের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়। পরবর্তীতে সাজা পরোয়ানা মূলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর: শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.