মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ বিএনপি নেতা মো. রুকনুজ্জামানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান।
বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামানের নিজ বাসভবনে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং কৌশল বিনিময় করে দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি। এদিকে রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেতা লুৎফর রহমানের এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ।
তারা মনে করছেন,এ ধরনের আন্তরিকতা রাজনৈতিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ওই সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম,গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মমিন,
মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মোতাহার আলী বেলাল,
উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শামীম মোস্তফা,যুব দলের সাবেক সভাপতি মনতাজ উদ্দিন,যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম রুবেল,ছাত্র দলের আহ্বায়ক আরেফিন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ,যুবদলের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান কমল,যুগ্ন আহ্বায়ক এরশাদ মোল্লাহ,যুগ্ন আহ্বায়ক শাওন আহমেদ,ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান, রুমানুর ইসলাম,নলকুড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শরীফ আহমেদ প্রমুখ।
আরও খবর: হাটহাজারীতে শাহ আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন
Leave a Reply