নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে ভ্যাকসিন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি সুস্থ গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা এ ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের চর রাজিবপুর মাঠপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম তালুকদারের একটি সুস্থ গরুকে খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ গরুটি মারা যায়। এ ঘটনায় গরুর মালিকসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গরুর মালিক রফিকুল ইসলাম তালুকদার, অভিযোগ করে বলেন—
“আমার গরুটি সম্পূর্ণ সুস্থ ছিল। হঠাৎ জাহাঙ্গীর আলম এসে খুরা রোগের ভ্যাকসিন দেয়। কিন্তু ভ্যাকসিন দেওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে গরুটি মারা যায়। এতে আমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অভিযোগ সূত্রে জানা গেছে, ভ্যাকসিন প্রয়োগকারী জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রাণীসম্পদ অফিসে ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (VFA) হিসেবে কর্মরত। গত ২৫ আগস্ট সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি গরুটিতে ভ্যাকসিন প্রয়োগ করেন। এরপর দুপুরের মধ্যেই গরুটি মারা যায়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত মালিক রফিকুল ইসলাম তালুকদার, রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, তিনি সরাসরি যোগাযোগ না করে তৃতীয় পক্ষের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন। তারা মিয়া নামের এক ব্যক্তিকে গরুর মালিকের বাড়িতে পাঠিয়ে কিছু জরিমানা দিয়ে সমাধানের প্রস্তাব দেন। কিন্তু গরুর মালিক রফিকুল ইসলাম তালুকদার, প্রকৃত মূল্য দেওয়ার দাবি জানালে মীমাংসা ছাড়াই ফিরে যান।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, ভ্যাকসিন প্রয়োগে কোনো ভুল বা অসতর্কতা থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ ধারণা করছেন, গরুর পূর্ববর্তী শারীরিক অবস্থার কারণেও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
রাজিবপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা বলেন, “আমরা সব সময় গরুকে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ পাই। কিন্তু এমন ঘটনা ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ভ্যাকসিন প্রয়োগে যেন আরও সচেতনতা ও সঠিক তদারকি নিশ্চিত করা হয়, সেই দাবি জানাচ্ছি।”
প্রাণীসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে কৃষকদের দাবি, ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও তদারকি নিশ্চিত করা হলে এ ধরনের অঘটন এড়ানো সম্ভব।
আরও পড়ুনঃ নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.