বিশ্বজিৎ চন্দ্র সরকার, অদ্য মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার সহায়তায় উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ সময় কার্যক্রমটি পরিচালিত হয় পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়।
জানা যায়, জেলার বিভিন্ন সময়ে থানায় করা হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৩টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়ীয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৬টি এবং ভান্ডারিয়া থানা থেকে ৩টি ফোন রয়েছে।
এছাড়া অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে নাজিরপুর থানার ৩টি, ভান্ডারিয়া থানার ১টি এবং নেছারাবাদ থানার ১টি ফেইক ফেসবুক আইডির প্রকৃত তথ্য শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
নিজেদের মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থেকে সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে।
আরও খবরঃ নালিতাবাড়ীতে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.