তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৪০৬.২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার ১৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ভোগাই নদী, সুতিয়ার খাল ও বাইটকামারী বিলসহ তিনটি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুফলভোগীরা।
পোনা মাছ অবমুক্তকরণ শেষে অতিথিরা বলেন, এই উদ্যোগের ফলে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।
আরও খবর ঝিনাইগাতী সীমান্তে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.