আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁও সদর উপজেলা ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন সেনিহাড়ি বাজারে সোমবার ২৫ আগস্ট ’ সকাল ১১ টায় উদ্বোধন করা হলো খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির নতুন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র।
উদ্বোধনের পরপরই চাল নিতে কেন্দ্রের সামনে ভিড় করেন স্থানীয় সুবিধাভোগীরা। ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন বেলাল হোসেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুরগাঁও সদর উপজেলা, লুৎফর রহমান ইউপি সদস্য রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ, বেলাল হোসেন সভাপতি রুহিয়া থানা স্বেচ্ছাসেবকদল, মির্জা সানি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঠাকুরগাঁও জেলা ছাত্রদল।
আসির উদ্দিন ইউপি সদস্য রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ,মতিউর রহমান যুবদল রুহিয়া পশ্চিম ইউনিয়ন,মালেক স্বেচ্ছাসেবকদল রুহিয়া পশ্চিম ইউনিয়ন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি উপকারভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন, যার মূল্য কেজি প্রতি নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। প্রতি সপ্তাহে সোমবার,মঙ্গলবার ও বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে। বছরে ছয় মাস এ চাল বিতরণ করা হবে।
আরও খবর: অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.