জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ থেকে কক্সবাজারগামী মোটর সাইকেল গতকাল আকস্মিক তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৭,২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবাসহ আটক করা হয়েছে এই মোটরসাইকেল আরোহী মাদক পাচারকারী।
বিজিবির তথ্যমতে, টেকনাফ থেকে মোটর সাইকেলযোগে কক্সবাজারগামী Suzuki Gixxer SF এর পিছনের মাটগার্ডের ভেতর অভিনব কৌশলে প্লাস্টিকের চারটি প্যাকেটে এই বিপুল ইয়াবা লুকানো ছিল। আটক ব্যক্তি এর নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫), যিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটক ব্যক্তি এর নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫), পিতা-কাজী আব্দুর রহমান, গ্রাম-উত্তর ডেইলপাড়া, ০৬ নং ওয়ার্ড, ডাক ও থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার|
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি)বলেন, আটককৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে নিয়মিত মামলা ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আরও খবর: কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসককে রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন
Leave a Reply