জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের
আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ২৯ জন জেলে আটক।
সোমবার ২৫ আগস্ট ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট হতে আজ ২৫ আগস্ট ২০২৫ তারিখ সোমবার কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ টাকা মূল্যের ১০টি ট্রলিং জালসহ ২৯ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোটে থাকা ১০ টি ট্রলিং জাল বিনষ্ট করা হয়। এছাড়াও মালিক পক্ষ হতে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আরও খবর: টেকনাফ থেকে কক্সবাজারগামী মোটর সাইকেল তল্লাশি করে ইয়াবাসহ আটক ১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.