মালিকুজ্জামান কাকা: যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে ২৫ আগষ্ট (সোমবার ) উপজেলার নওয়াপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন।
উপজেলার আলীপুরে সঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দুষনের দায়ে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আই আর এস ইন্টারন্যাশনালকে ২০,০০০ টাকা জরিমানা করে তাতক্ষনিক আদায় করা হয় এবং তাদের মজুদকৃত কয়লা অক্টোবর মাসের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর নওয়াপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে নওয়াপাড়া আল-মদিনা ক্লিনিকের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ে ৫০০০ টাকা জরিমানা ও আদায় কর হয়, এ হামিদ মেমোরিয়াল (প্রা:) হাসপাতালকে একই অপরাধে জন্য ১০০০০ টাকা, ফাতেমা হাসপাতাল কে একই অপরাধে ৫০০০ টাকা, সার্জিক্যাল ক্লিনিককে ৫০০০ টাকা ও আরোগ্য সদন (প্রা.) হাসপাতাল ৫০০০ টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদফতর খুলনার পরিচালক মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে অভয়নগর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় এবং ১ টি কয়লার ড্যাম্পসহ ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে জরিমানা করে তা আদায় করা হয়েছে। আগামী মাসেও আমাদের অভিযান পরিচালিত হবে।
আরও খবর: নলছিটিতে সেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.