নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের দায়িত্বভার গ্রহণ করা নবাগত জেলা প্রশাসক জনাব সিফাত মেহনাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজিবপুর উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা এক বিবৃতিতে নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনে সফলতা কামনা করেন।
বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রাম একটি সীমান্তবর্তী জেলা। এখানকার জনজীবন নানা সংকট ও সম্ভাবনায় ভরপুর। বন্যা, নদীভাঙন, দারিদ্র্য, কর্মসংস্থান সংকটসহ বহু সমস্যার মাঝেও উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। জেলা প্রশাসনের দক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী উদ্যোগ এ জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে রাজিবপুর উপজেলা প্রেসক্লাব আশা প্রকাশ করেছে।
রাজিবপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি—নবাগত জেলা প্রশাসক মানবিক ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে কুড়িগ্রামের মানুষের পাশে থাকবেন। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে। সাংবাদিক সমাজও সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবে।”
এ সময় তারা নবাগত জেলা প্রশাসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও খবর : শেরপুর জেলার ঝিনাইগাতীতে এসডিএফ’র ঋণ কেলেঙ্কারির অভিযোগ
Leave a Reply