হিলি প্রতিনিধি:অবসর গ্রহনের ১১বছরেও পেনশনের টাকা না পেয়ে দিনাজপুরের হিলিতে সংবাদ সন্মেলন করেছেন বিরামপুর জনতা ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার আবু তাহের মন্ডল। রবিবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে এই সংবাদ সন্মেলন করেন তিনি।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের ৩০ এপ্রিল অবসরে যান অবসর গ্রহনের ১৪ মাস পর আমাকে চাকুরী বিধিমালা পালনের অভিযোগে অভিযুক্ত করা হয়। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এর প্রেক্ষিতে আমি বগুড়া মোকাম প্রশাসনিক ট্রাইবুনালে মামলা দায়ের করি। ২০১৭ সালের ২২ আগস্ট আদালত আমার পক্ষে রায় দেন।
পরে ব্যাংক কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপীল করেন। আপীল ট্রাইবুনালও ২০১৮ সালের ৮ অক্টোবর আমার পক্ষে রায় দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ আবারও রায়ের বিরুদ্ধে পুনরায় আপীল করেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে আপীলে আমার পক্ষে শুনানী হয়।
কিন্তু অদ্যবদি ব্যাংক কর্তৃপক্ষের এখনো কোন শুনানী হয়নি। দীর্ঘ ১১ বছরেও আমি সুবিচার পাচ্ছি না। তাই দ্রুত মামলা নিস্পত্তি করে পেনশনের টাকা প্রদানের জন্য সংবাদ সন্মেলনে দাবি জানান তিনি।
আরও পড়ুনঃ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে রাত নামলেই চলছে অনৈতিক কর্মকাণ্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.