নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: রোদ-বৃষ্টি উপেক্ষা করে জনসংযোগের মাঠে সরব হয়ে উঠেছেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবির।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দিতে তিনি টানা কয়েকদিন ধরে রাজিবপুর ও রৌমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে হাটবাজার পর্যন্ত ছুটে চলেছেন। ২৪ আগষ্ট রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই উপজেলার সর্বত্রই ছিলো তার গণসংযোগের কর্মযজ্ঞ।
শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে যুবদল সভাপতি লিফলেট বিতরণ করেন। স্থানীয় গ্রাম-গঞ্জ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনগণের হাতে লিফলেট পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি কর্মসূচির মূল তাৎপর্য ব্যাখ্যা করেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি বিএনপির রাজনৈতিক দর্শন এবং আগামী দিনের কর্মপরিকল্পনার দিকনির্দেশনা দেন।
রায়হান কবির বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। কুড়িগ্রাম-৪ আসন ধানের শীষের জন্য উর্বর আসন। তাই আপনাদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
কুড়িগ্রামের রাজনীতি দীর্ঘদিন ধরেই জাতীয়ভাবে আলোচিত। সেই ধারাবাহিকতায় জেলা যুবদলের সভাপতি হিসেবে রায়হান কবিরও মাঠ পর্যায়ে দলের নেতৃত্ব শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি একের পর এক গণসংযোগ, প্রতিবাদ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যুবদলকে নতুন করে সংগঠিত করে তুলছেন।
রাজিবপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড, গ্রাম-গঞ্জ এবং রৌমারীর ৬টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। জনগণের হাতে তুলে দেন ৩১ দফা কর্মসূচির লিফলেট, যা বর্তমানে বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মপরিকল্পনা হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।
দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে রায়হান কবির কুড়িগ্রামের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় যুবদলকে নতুন করে সংগঠিত করছেন। তার নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা রাজনীতির মাঠে দিনদিন আরও শক্তিশালী হয়ে উঠছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রায়হান কবিরের গণসংযোগ কর্মসূচি তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করেন, দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।
এদিকে সাধারণ মানুষও লিফলেট হাতে পেয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবগত হচ্ছেন এবং আলোচনা করছেন। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
আরও খবর: বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে অবরোধ কর্মসূচি
Leave a Reply