গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার সাঘাটায় যৌথবাহির বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দিবাগত রাতে যৌথবাহিনির বিশেষ একটি টিম পরিচালিত অভিযানে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে
যৌথবাহিনী টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মাদক পাচারের প্রস্তুতি চলাকালে ওই কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। স্থানীয়দের মতে, এই সফল অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা আরো উল্লেখ করে বলেন,এ অভিযান যেন চলমান থাকে তবেই মানুষ স্বস্তি পাবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.