কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা। ২৪ আগস্ট ২০২৫ রবিবার কাহারোল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ও বিক্রমপুর গ্রাম উন্নয়ন কমিটির বাস্তবায়নে কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়নের বিক্রমপুর গ্রাম কে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মোঃ হাসান মারুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিক্রমপুর গ্রাম কে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করেন। ঘোষণা ও ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মোঃ হাসান মারুফ ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন, কাহারোল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী, প্রোগ্রাম অফিসার আলবিমুশ সরেন, উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।
Leave a Reply