ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় শিশুটি দাদীর কাছে থাকতো।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়। এসময় অসাবধানতাবশত পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও খবর: আজ থেকে শুরু হলো ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের জামে মসজিদের নির্মাণ কাজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.