নিজস্ব প্রতিবেদকঃ চীন সরকারের দেওয়া ১০০০ শয্যার হাসপাতালের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন। শনিবার ২৩ আগস্ট নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর খাস জায়গা পরিদর্শন করেন তিনি। এরপরে তিনি,নীলফামারীর নটখানায় অবস্থিত ২০শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল ও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.মোঃ আবু জাফর,জেলা প্রশাসক,মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক সহ সংশ্লিষ্টরা।
এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা বিএনপি'র আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ.এইচ.এম.সাইফুল্লাহ রুবেল,জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান,সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪.৮৯ একর জমি চীন সরকারের উপহার হিসেবে ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এছাড়াও পরিদর্শনকালে জেলা বিএনপি'র আহবায়ক মীর সেলিম ফারুক জানান,এই এলাকার মানুষ অধীর অপেক্ষায় রয়েছে হাসপাতালটির কার্যক্রম দেখার জন্য। আমরা চাই দ্রুত নির্মাণ কাজ শুরু হোক।
হাসপাতালটি হলে,স্বাস্থ্য সেবায় বিরাট পরিবর্তন ঘটবে নীলফামারী জেলাসহ আশপাশ এলাকার সাধারণ মানুষের।
আরও পড়ুনঃ জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.