নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের কাহারোল থানায় প্রশংসায় নবাগত অফিসার ইনচার্জ ওসি- সোহেল রানা জনি’র যোগদান। ওসি-সোহেল রানা জনি’র যোগদান গত ২১-৮-২৫ ইং পুলিশ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত সুপারিশ প্রজ্ঞাপন জারিকৃত নির্দেশে কাহারোল থানায় দায়িত্ব গ্রহণ। অতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনে ছিল ঐ কর্মস্থান। পঞ্চগড় জেলা ডোমার থানা তদন্ত ইন্সপেক্টর দায়িত্বে পেয়ে,অল্প বয়সে তরুণ মেধায় উদ্যমী কার্যক্রমে।
তাকে পুলিশ ডিপার্টমেন্ট সুপারিশ প্রজ্ঞাপনে দায়িত্ব গ্রহণ নির্দেশে পদোন্নতি, একই জেলা পঞ্চগড় আটোয়ারী থানা ওসি দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব পালনে ওই থানা এলাকায় ওসি-সোহেল রানা জনি সফলতা অর্জনে রাষ্ট্রীয় নিয়ম-নীতি পরিচালনায় সুন্দর সুষ্ঠু স্বার্থের দায়িত্ব পালন করেন।
পুলিশ ডিপার্টমেন্ট সোহেল রানার আইনশৃঙ্খলা দায়িত্বে সৃজনশীলতায় এিয়েটিভ অগ্রযাত্রায় একের পর এক দায়িত্ব কর্মস্থল পালনে আসেন। সৃজনী মেধা কাজে লাগাতে পুলিশ ডিপার্টমেন্ট আবারও তার দায়িত্বের পরিবর্তন নির্দেশ। পরবর্তী দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি ওসি-হিসাবে দায়িত্ব গ্রহণ।
দায়িত্ব পালনে অত্র জেলায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূল চেষ্টায়,সামাজিক স্বপ্নে আঘাত দুর্বৃত্তের কান্ড অসামাজিক কর্মকাণ্ড।
দিনাজপুরের ১৩ থানায় (ডিবি) দপ্তরের অফিসা ইনচার্জ ওসি- সোহেল রানা ডিবি-গোয়েন্দা টিম সদস্য শৃঙ্খলা নিয়ন্ত্রণে,কুড়িয়ে বেড়াতেন অজানা তথ্যের চক্র অপরাধী দমনে। সঠিক তথ্য সমূহের উদঘাটন চেষ্টায় শান্তি-শৃঙ্খলা-নিয়ন্ত্রণ কাজ শুরু করেন। তিনি দায়িত্ব-কর্মে পরিবর্তন নির্দেশ পুলিশ ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ,অত্র জেলায় কাহারোল থানার অফিসার ইনচার্জ ওসি’র দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ ডিপার্টমেন্ট কর্মে দায়িত্ব রাষ্ট্রীয় স্বার্থ জননিরাপত্তায় ও আইন শৃঙ্খলা রক্ষায়,মেধা ও পরিশ্রমে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায়। অপরাধ-অপকর্ম দমনে গোপন উদঘাটন ও সৃজনশীলতায় সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে কুড়িয়েছেন কর্মজীবনে প্রশংসার দাবিদার,
এবার অপেক্ষায়, কাহারোল থানা বাসী”ওসি-সোহেল রানা জনির দায়িত্ববান স্বার্থ জননিরাপত্তা ব্যবস্থায়। জনজীবনে দীর্ঘ শান্তি-শৃঙ্খলা ও প্রগতি উদয়ে ক্ষুদ্র প্রত্যাশায় কাহারোল থানা বাসী।
আরও পড়ুনঃ শৈলকুপার ঝাউদিয়া আবাসনের খেলোয়াড়দের পাশে জামায়াতে ইসলামী, ফুটবল উপহার প্রদান
Leave a Reply