স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রান একফোটা রক্তের বিনিময়ে জানুন আপনার পরিচয় এমন স্লোগানে জয়পুরহাট পাঁচবিবি বড় মানিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারন কর্মসুচী পালিত হয়েছে।
ছাত্র কাউন্সিল নামের আয়োজনে বৃহস্পতিবার ১১ টায় এই কর্মসুচী পালন করা হয়। এসময় বিদ্যালয়টির বিভিন্ন শ্রেনীতে পড়–য়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারন করে দেওয়া হয়। সেই সাথে মানুষের জীবন বাচাতে রক্তদানে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। এদিকে রক্তের গ্রুপ নির্নয় করতে পেরে দারুন খুশি শিক্ষার্থীরা।
এসময় সেখানে জাতীয়তাবাদী কেন্দ্রীয়নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। আব্দুর রব বুলু পাঁচবিবি থানা সাবেক বিএনপির সভাপতিও বীর মুক্তিযোদ্ধা, আবুল হোসেন সাবেক সদস্য সচিব । নাইদ ইসলাম ছাত্রনেতা রেজাউল ইসলাম শ্রমিক নেতা আব্দুর রহমান সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরও খবর: ঠাকুরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর আখক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার : গ্রেফতার ২
Leave a Reply