মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: গত ১৫ আগষ্ট শুকবার বেলা ৩টায় হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়াম হলে হাটহাজারী বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আবু ছায়েমের সভাপতিত্বে আমান উল্লাহ ও সামিন রহমানের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রসিদ্ধ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহ জাহান চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী,হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সিরাজ,ইসলামি শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তরের সভাপতি আলহাজ্ব ফোরকান সিকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান শাখার দায়িত্বশীল মাওলানা মুহিব্বুল্লাহ আমিনি, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর হামিদী,গণ অধিকার পরিষদ হাটহাজারী উপজেলা সভাপতি জনাব শোয়েব,এবি পার্টি হাটহাজারীর সভাপতি জনাব জয়নুল আবেদীন,
ছাত্রদল হাটহাজারী কলেজের সাবেক সভাপতি ছাত্রনেতা রাইহান ভাই,ছাত্র ফেডারেশন চট্টগ্রামের সভাপতি জনাব সাইফুর রূদ্র,ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল হুদা হৃদয়,হাটহাজারী এনসিপির সংগঠক জনাব ওয়াসিবুল ইসলাম, জনাব আকরাম সবুজ,জনাব ইব্রাহিম,জুলাই যোদ্ধা জনাব রিদুয়ান সিদ্দীকী,চবির জুলাই যোদ্ধা জনাব তাহসান হাবিব,জুলাই যোদ্ধা জনাব মো লাবিব,চট্টগ্রামের জুলাই যোদ্ধা জনাব বাবু এমদাদ,বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জনাব তারেকুল ইসলাম,মোহাম্মদ ঈসমাইল(চবি),
এনসিপির মহানগর সংগঠক মুঃআশিক,আশিকুর রহমান (চবি),সাকিব মাহমুদ রুমি(চবি)ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী, বাংলা বাড়ীর পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, জুলাই যোদ্ধা জনাব মোহাম্মদ এনায়েত,জনাবা সাঈদা ইসলাম,আত তাওহিদ ফাউন্ডেশনের সভাপতি মুঃতানভির,ছাত্রনেতা ইমরান রেজা,সৈয়দ গালিব, শাহেদুল ইসলাম মেখলী,হুমায়ুন রশিদ,প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন কারী আহমদ গনি ও কারী মুফিজুর রহমান।
বাদ এশা সাংস্কৃতিক অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন কলরব, নবজাগরণ স্বপ্নরব ও স্বপ্নসুর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। আবু ছায়েম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরও খবর : নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৪তম মৃত্যুবার্ষিকী
Leave a Reply