নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজিবপুর থানা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আলোচনা সভায় মাদক চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী নির্যাতন, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, রাজিবপুর উপজেলায় মাদক, জুয়া ও বাল্যবিবাহের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। একাধিক বক্তা অভিযোগ করেন, মাদক কারবারিদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হলেও তারা অল্প সময়ের মধ্যেই পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করার দাবি জানান তারা।
এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের কঠোর ভূমিকা প্রত্যাশা করে বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্কদের বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ দিয়ে বাল্যবিবাহে সহায়তা করছেন, যা দণ্ডনীয় অপরাধ। এজন্য পরবর্তী ওপেন হাউস ডে কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিত রাখার দাবি জানানো হয়।
সভায় আরও বলা হয়, অপ্রাপ্তবয়স্করা লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে, যার ফলে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ এবং সেবার মান বাড়াতে পুলিশের প্রতি আহ্বান জানান স্থানীয় জনসাধারণ।
ওপেন হাউস ডে কর্মসূচিতে বক্তব্য রাখেন:
মোঃ মমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, রৌমারী-রাজিবপুর সার্কেল
মোঃ আতিকুল ইসলাম, এসআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজিবপুর থানা)
অধ্যাপক মোখলেছুর রহমান, আহ্বায়ক, উপজেলা বিএনপি রাজিবপুর উপজেলা শাখা
মোঃ মোখলেছুর রহমান, সভাপতি, যুব বিভাগ রাজিবপুর উপজেলা শাখা
মোঃ রুস্তম মাহমুদ লিখন, আহ্বায়ক, যুবদল রাজিবপুর উপজেলা শাখা
মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক,উপজেলা বিএনপি রাজিবপুর উপজেলা শাখা
মোঃ মাহাবুবুর রশিদ মন্ডল, সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি রাজিবপুর উপজেলা শাখা
মোঃ আমিনুল ইসলাম মাস্টার, সভাপতি, বিএনপি ২নং কোদালকাঠি ইউনিয়ন
ডাঃ মোঃ শাহাবুদ্দিন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং রাজিবপুর ইউনিয়ন ০৪নং ওয়ার্ড
স্থানীয় জনগণ এ ধরনের ওপেন হাউস ডে কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করে পুলিশের প্রতি আস্থা প্রকাশ করেন।
আরও খবর: দেওয়ানগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন মসজিদের উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.