বিশ্বজিৎ চন্দ্র সরকার -গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া খাদ্য গুদাম নির্মাণ কাজে চলছে চরম অনিয়ম। পুরনো জং ধরা রড ও সিঙ্গেলস পাথর ব্যবহার করে নির্মাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত আরএমও সাহেব যেনো এ বিষয়ে কোনো খোঁজখবর রাখছেন না। ফলে কাজটির মান নিয়েও উঠেছে প্রশ্ন।
টুঙ্গিপাড়া উপজেলার ন্যাশনাল প্রেস সোসাইটির একটি টিম সরেজমিনে গেলে, কাজের সঙ্গে সম্পৃক্তদের কেউই কথা বলতে রাজি হননি। বরং বিভিন্ন রাজনৈতিক নব্য নেতাদের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এমনকি ন্যাশনাল প্রেস সোসাইটি টুঙ্গিপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর শেখের বিরুদ্ধে নাম-বেনামে ব্লাফ সাজিয়ে বিভিন্ন দপ্তরে ফোন করে তাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টাও চালানো হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নীতি ও নির্ধারিত মান বজায় রেখে গুদাম নির্মাণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, সঠিক তদন্ত সাপেক্ষে টুঙ্গিপাড়া খাদ্য গুদাম নির্মাণের কাজে অনিয়ম বন্ধ করে প্রকৃত মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করা হোক।
আরও খবর: নড়াইলের সমলোচিত সেই কৃষি কর্মকর্তাকে ডিমোশন দিয়ে বদলি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.