মোঃহোসেন শাহ ফকির ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৪ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে
উপজেলা প্রশাসনের আয়োজনে, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ইসলামপুর সদর ইউনিয়ন, চিনাডুলী, বেলগাছা ও কুলকান্দিকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সজল ইগ্নেসিয়াস গমেজের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা হুসনে আরা খাতুন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবক, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি,ল এবং পারি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ দেশ-জাতির জন্য ক্ষতিকর। এটি একটি সামাজিক ব্যাধি এবং আমাদের শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য প্রতিবন্ধকতা। আমাদের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকে যে ঘোষণা দেওয়া হলো এর মধ্যদিয়েই আমাদের কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।
আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে আর কোন বাল্যবিবাহ না হয়। তিনি উপস্থিত সকলকে বাল্যবিবাহ বন্ধে শপথ বাক্য পাঠ করান। উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা হয়। তিনি সবশেষে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশংসা করেন পাশাপাশি সংস্থা দুটির ভবিষ্যৎ কার্যক্রমে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে নতুন একটি সম্ভাবনার সূচনা হলো। পরে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়।
আরও খবর: দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী যুব সমাবেশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.