মালিকুজ্জামান কাকা
যশোর সদর উপজেলার ভৈরব নদে মৎস অধিদপ্তর প্রশংসনীয় অভিযান চালিয়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে প্রায় ১৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।
ভোর ৫টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা ব্রিজ ও বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা ব্রিজ এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, নরেন্দ্রপুর ফাঁড়ির দুইজন পুলিশ সদস্য ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তারা জানান, অবৈধ চায়না দুয়ারী জাল মাছের প্রজনন ধ্বংস করছে। এটা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে। এসব জাল সম্পূর্ণ নিষিদ্ধ।
তারা আরও জানান, নদী ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার ঠেকাতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ মানবতার সেবায় প্রতিবন্ধি দের উন্নত মানের মেডিকেল বেড দিল আল মুসাইদাহ ফাউন্ডেশন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.