বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি ।
গত ১৪ থেকে ১৬ আগস্ট রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন (BUFTIMUN-2025)। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪০টি প্রতিনিধি দল অংশ নেয়। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি দল হিসেবে পুরস্কৃত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল ক্লাব। তাদের প্রতিনিধি সংখ্যা ছিল ২৫ জন। এছাড়া শ্রেষ্ঠ ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন একই ক্লাবের অর্ণব বসু।
ব্যক্তিগত সাফল্য বিভিন্ন কমিটি থেকে গোবিপ্রবির মোট ৬ জন প্রতিনিধি পুরস্কার অর্জন করেছেন। তারা হলেন— মো. ইমতিয়াজ হোসেন – IP-TASS-Outstanding Correspondent অর্ণব বসু – DISEC, French Republic-Verbal
সৌন্দর্য কুমার রায় – UNIDO, Germany-Verbal
মো. মাহিন খান – UNIDO, French Republic-Verbal
সামান্তা আলম – IP-Bloomberg
মো. নাঈম হোসাইন – Egypt-UN Women-Verbal
মু. রায়িদ আনসারি রাফিদ – UNHRC, Republic of Korea-Verbal
এছাড়াও গোবিপ্রবির আরও ৩ জন শিক্ষার্থী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন—
পুষ্পিতা রঞ্জন – UNIDO-Rapporteur
তাসফিয়াহ তাসনিম – African Union-Director
কাজী ইফতি আরাফাত – International Press-Co Editor in Chief
প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট কাজী ইফতি আরাফাত বলেন— “এটি সত্যিই আনন্দের বিষয় যে সরকারি-বেসরকারি প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় ‘সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি দল’-এর খেতাব অর্জন করেছে। জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল সবসময় চেষ্টা করে সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। আমি আশাবাদী, ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।”
আনন্দে উল্লাস এই সাফল্যের খবর গোবিপ্রবিতে পৌঁছালে পুরো ক্যাম্পাসে আনন্দ ও উল্লাসের ঝড় বইতে থাকে। শিক্ষক-শিক্ষার্থী সকলের মধ্যে এক গর্বিত পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুনঃ সন্ধান চাওয়া বিজ্ঞপ্তি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.