মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ সফল মৎস্য খামারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। এ সময় র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রজব আলী। এতে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরহাদ হোসেন,শিক্ষক মো.রোস্তম আলী,ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির,মৎস্য চাষী মো.আব্দুল আওয়াল প্রমুখ। সভা শেষে উপজেলার তিন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।
এ বছর সফল মৎস্য খামারীর পুরস্কার লাভ করেন হায়াত মৎস্য খামারের কর্ণধার মো. আবু হায়াত সোলায়মান, রোহান-সোহান মৎস্য খামারের কর্ণধার মো.আব্দুল আওয়াল, রহিজ মৎস্য খামারের কর্ণধার মো.রহিজ উদ্দিন। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল ও অতিথিবৃন্দ।
আরও পড়ুনঃ নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.