মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও তাঁর শারীরিক সুস্থতা কামনায় বাগেরহাটের মোল্লাহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন আল রশিদের সঞ্চালনায় এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান,সদস্য বাগেরহাট জেলা বিএনপি ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল মুন্সি,প্রতিকার শেখ,
উপজেলা জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শরিফ মফিজুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন।
পরে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানার মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আরও খবর : ত্রিশালে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Leave a Reply