রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’ (কেসিজিপিএস-৯৩ ব্যাচ)।
দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাটি” প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) সকালে খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।এই কর্মসূচির আওতায় মেরুরচর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং রাস্তার পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক এ.এন জোবাইর আহাম্মেদ নোমান বলেন, আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় উৎসাহিত করা।বিসমিল্লাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম আমরুল বলেন পরিবেশ সুরক্ষায় তাঁদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় বিসমিল্লাহ ফাউন্ডেশন। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সংগঠনটি অসহায় ও অসুস্থ পরিবারের জন্য আর্থিক সহায়তা, ঘর নির্মাণে সহযোগিতা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করে আসছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দুদু), খেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, রবিউল হাসান, উম্মে সাবিনা, কামরুন্নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও খবর:
Leave a Reply