রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে মেরুরচর ইউনিয়নের আইরমারী দশানী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।অভিযানে একটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় পাঁচ শত ফুট প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বকশীগঞ্জ থানার এসআই আনিস, এএসআই জলিলসহ পুলিশের একটি দল।
আরও খবর : বকশীগঞ্জে বিসমিল্লাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
Leave a Reply