এস.এম.জামাল উদ্দিন শামীমঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও দ্রুত রোগমুক্তি কামনায় ত্রিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ আগস্ট বিকালে পৌর বিএনপি’র আয়োজনে ত্রিশাল পৌর শহরের মোদকপট্রি মোড়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রিশাল পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর বিএনপি’র আগামী দিনে সভাপতি প্রার্থী ওসমান গনি কুসুম ও ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জয়নাল আবদীনের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা,দোয়া মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন। বক্তারা আরো বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হচ্ছে। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply