মালিকুজ্জামান কাকাঃ যশোর শহরের গরীব শাহ সড়ক বকুল তলায় হাসান বেডিং এ দুরদ্ধৃর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যে কোন সময়ে এই চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বেডিং এর উপরের গোডাউন ঘরটি ভেঙে চুরে নিয়ে গেছে।
এবিষয়ে শুক্রবার ভুক্তভুগি ব্যাবসায়ী মহামুদুল ইসলাম বাদশা কোতয়ালি মডেলথানায় অভিযোগ করেছেন। অভিযোগ পত্র অনুসারে যশোর সদর উপজেলার ৪নং সুজল পুর ওয়ার্ডের বদর উদ্দীনের ছেলে বজলু (৪০), শহরের বকুলতলার কেয়া বেডিং এর মালিক, আব্দুল হালিমের ছেলেশহিদুল ইসলাম (৫৫), বকুলতলা গির্জার পাদ্রী এলবার্ট পাদ্রী (৫৫) বিভিন্ন সময়ে হাসান বেডিং এর মালিকের কাছে চাঁদা দাবি করতো।
এরাই ষড়যন্ত্রমুলক ও পরিকল্পিতভাবে এই চুরি করানোর পাশাপাশি ঘরটি ভেঙে ধ্বংস করেছে। শহরের প্রাণ কেন্দ্রে এই চুরি এবং ঘর গায়েব করার ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারো বোধগম্য হচ্ছে না কিভাবে রাস্তা সংলগ্ন ব্যাবসা কেন্দ্রে চুরি হতে পারে।
সরেজমিন দেখা গেছে দ্বিতলে গোডাউন ঘরটির আর কোন অস্তিত্ব নেই। তবে ব্যাবসা প্রতিষ্ঠানের পিছনে ঝোপ ঝড়ের মধ্যে ২/১ টি খন্ড বাস পড়েআছে। চোরচক্র সিঁড়ির তালা ভেঙে দুই তলায় উঠে দীর্ঘ সময় ধরে অপ কর্ম করেছে। হাসান বেডিং এর মালিক মহামুদুল ইসলাম বাদশা জানান, আনুমানিক প্রায় লক্ষ টাকার ক্ষতি করেছে।
স্থানীয় কয়েক জন্য ব্যা বসায়ী জানান, আপাত দৃষ্টি তে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত দুদ্ধর্ষ ডাকাতি। কেননা শুধু চুরি হলে গোডাউন বা ঘর ধ্বংস করবে না চোর।
কতোয়ালি মডেল থানা থেকে এই তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে। এস আই অভিযোগটি তদন্ত করছেন। ফাঁড়ি ইনচার্জ চুরির অভিযগের বিষয়টি দেখ ভাল করছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.