মালিকুজ্জামান কাকাঃ 'শিক্ষা ও শিক্ষার্থী মিলে প্রত্যয়ে গড়ে শক্তি ঝাঁঝ
দরিদ্র মেধাবীর লেখাপড়ার জন্য সহায়তা আজ ব্যাক্তি প্রতিষ্ঠানে প্রশংসা গোছানো জনতার কাজ এভাবেই মিলে মিশে হোক নির্মাণ উচ্চ বাংলা সমাজ।'
যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নাহিদা আকতার জাহেদী মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃত্তির টাকা বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি গঠনে প্রয়োজন মানসম্মত শিক্ষা। এ শিক্ষার কথা মুখে উচ্চারণ করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান মানব সম্পদ গড়ায় ভূমিকা রাখতে পারছে, অন্য শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এখন শিক্ষা বাণিজিকীকরণ হয়ে গেছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিনারা খন্দোকার।
অনুষ্ঠানে সর্বোচ্চ নম্বরধারী ও মেধাবী ২১ শিক্ষার্থী পেয়েছে বৃত্তির ১ লাখ ৪৪ হাজার টাকা।
আরও পড়ুনঃ রাউজানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.