কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ১৫ অগাস্ট সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেকের সভাপতিত্বে, এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর -১(কাহারোল -বীরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির ত্যাগী নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী।
এ সময় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক গোল্ডেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ সুইট, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম জুয়েল, ৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান ও ৪নং তাঁড়গাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান।
সভার পূর্বে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করা হয়।
আরও পড়ুন : মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩০হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
Leave a Reply