কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। ঐতিহাসিক শ্রী কান্তজী মন্দির থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কান্তজীর রাধাকৃষ্ণর যুগল বিগ্রহ নৌপথে দিনাজপুর রাজবাড়ী গমন। রাজ প্রথার চিরাচরিত নিয়ম অনুসারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একদিন আগেই কান্তজী মন্দির থেকে কান্তজী যুগল বিগ্রহ নদী পথে নৌকা যোগে দিনাজপুরের রাজবাড়ীতে গমন করে।
তারই ধারাবাহিকতায় প্রায় তিন শত বছর আগে থেকে এই প্রথা চলে আসছে। রাজবাড়ীতে কালিয়া কান্তজী গমন উপলক্ষে ১৫ অগাস্ট ২০২৫ ইংরোজ শুক্রবার ভোর থেকে হাজার হাজার ভক্ত বৃন্দের কান্তজী মন্দিরে সমাগম ঘটে।
কান্তজী মন্দিরে পূজা পার্বণ শেষে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব,পুলিশ ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কালিয়া কান্তজীর যুগল বিগ্রহ ঢেপা নদীর কান্তজী ঘাটে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে নৌকা যোগে নদী পথে গমন করে। বিগ্রহ নৌপথে যাওয়ার সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, এএসপি কাহারোল মোঃমনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন সহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার বাহিনী।
জানা যায়, দিনাজপুর রাজবাড়ী যাওয়ার পথে কালিয়াকান্তজী ঢেপা নদীর প্রায় ৪৬ ঘাটে দাঁড়াবে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ভক্ত বৃন্দের পূজা ও দর্শন করার জন্য।
আরও খবর : যশোর শহরের গরীবশাহ বকুলতলায় হাসান বেডিং এ দুদ্ধর্ষ চুরি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.