মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি: রাউজানে আসন্ন জাতীয় টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২৫ এর কার্যক্রম উপলক্ষে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডারদের নিয়ে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট বুধবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমংপ্রু চৌধুরী, একই বিভাগের এসআইএমও ডা. এফ এম জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
এতে প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শ্রাবন্তী চক্রবর্তী। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে টিসিভি টিকাদানের গুরুত্ব তুলে ধরে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আরও খবর পড়তে গাইবান্ধায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.