জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় দুটি স্কুটি আটক করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ আগষ্ট বৃহস্পতিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিত্ব সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে দুটি স্কুটি আটক করা হয়। এদিকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা চোরাকারবারীরা তাৎক্ষনিক চেকপোস্ট দেখে স্কুটি ফেলে দ্রুত প্রাণ রক্ষা করে পালিয়ে যায়। পুলিশ স্কুটি দুটি আটক করে থানা পুলিশের হেফাজতে নেয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ১মিনিটের মধ্যে থানার সম্মুখে সিলেট তামাবিল মহাসড়কে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা দুটি স্কুটি আটক করি।
এসময় চোরাকারবারীরা চেকপোস্ট দেখে স্কুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে চোরাকারবারীদের বিরোধে ব্যবস্থা গ্রহন করব। আটক স্কুটি দুটি জব্দ করা হয়েছে। আমাদের চোরাচালান বিরোধী অভিযান চলমান আছে।
আরও খবর : বকশীগঞ্জে বিয়ের ২৬ দিন পর নববধূর রহস্যজনক মৃত্যু, আটক শাশুড়ি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.