নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার প্রতিটি হাট-বাজার, রাস্তার মোড়, দোকানপাট, গলি-পাড়া ও মহল্লায় এখন মুখরিত বিএনপির নেতাকর্মীদের পদচারণায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি প্রতিদিনই ছুটে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।
দলীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। গণসংযোগের সময় নিজ হাতে লিফলেট বিতরণ করে তিনি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। বিশেষ করে গরিব, খেটে খাওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যার কথা শুনছেন এবং কষ্ট ভাগ করে নিচ্ছেন।
গণসংযোগকালে মমতাজ হোসেন লিপি বলেন,
"আমি রাজনীতিকে পেশা নয়, সেবার মহান দায়িত্ব হিসেবে দেখি। দেশের এই সংকটময় সময়ে বিএনপির পক্ষ থেকে জনগণের পাশে দাঁড়াতে চাই। মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।"
এ সময় রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের ভাষায়, “এমন নেতা যদি নির্বাচিত হন, তবে রাজিবপুর-রৌমারী ও চিলমারীর চেহারা বদলে যাবে। তিনি সত্যিকারের জনগণের নেত্রী।”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.