গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে আনসার ও ভিডিপি কর্মকর্তার উদ্যোগে সমগ্র উপজেলা ব্যাপি সবুজ বনায়নের জন্য বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন।
এবারে প্রতিপাদ্য বিষয় হল "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"
এ প্রতিপাদ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
১৩-০৮-২০২৫ইং তারিখে গোবিন্দগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম এর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক - প্রশিক্ষিকা ও ভাতাভোগী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান মাসব্যাপী সারাদেশে চলবে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এ অভিযানের মাধ্যমে একাধারে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি জৈববৈচিত্র্য রক্ষা পাবে।
উপজেলার ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষ্যে সরাসরি খাস ও পতিত জমিতে, সড়কসহ উপজেলা পরিষদ, শিশু পার্ক, আনসার ও ভিডিপি ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য দেশ গড়তে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।
আরও খবর : মোল্লাহাটে নবাগত ইউএনওর সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ: স্মার্ট উপজেলা গড়তে সহযোগিতার প্রতিশ্রুতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.