মোঃ রিয়াজ রহমান শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুব সমাজই প্রধান চালিকা শক্তি। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ। যুবসমাজকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালী, শপথ গ্রহণ, প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণ ও সনদপত্র বিতরণসহ নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.