আমির হোসেনঃ 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমণী কুমার মিস্ত্রী,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল রহমান,যুব উদ্যোক্তা ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোঃ আক্তারুজ্জামান,নলছিটি ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক শাহাদাত ফকিরসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ১০ জন যুবক-যুবতীর মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার যুবঋণ বিতরণ করা হয় এবং বায়োগ্যাস প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.