নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও মামলার অব্যাহত প্রবণতা বন্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ১২ আগস্ট মঙ্গলবার সকাল সারে ১০ টায় রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার ঢাকা গামী মহা সড়কের বটতলা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাঈদ, দৈনিক জনকন্ঠ রাজিবপুর সংবাদদাতা আনিছুর রহমান, বাংলা টেলিভিশনের সাংবাদিক মাজাহারুল ইসলাম, দৈনিক খবর পত্রের সাংবাদিক রাশিদুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আহসান হাবীব লিটু, সাংবাদিক মাইদুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের শাসন নিশ্চিত করে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
মানববন্ধন শেষে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
আরও পড়ুন রাজিবপুরে ৫ জুয়ারী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.