মোর্শেদ আলম চৌধুরী : কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়ায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার সময়ে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহত দিনমজুরের নাম সিরাজুল ইসলাম (৪৩)।
তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা ছিলেন।
তার বাবা মৃত হাফেজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের বাসিন্দা।
গর্জনিয়ার ইউছুপ জানান,
মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিময় দিনে বোমাংখিল গ্রামে সেতুর পাশে মুলা খেতে কাজ করছিল নিহত দিনমজুর সিরাজুল ইসলামসহ ৭জন। দুপুর আড়াইটায় বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন- বিষয়টি পুলিশকে অবহিত করার পর সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.