দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গতকাল রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার মিয়া চানের ছেলে মো. চাঁন মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ওই এলাকার মোঃ আমীর আলীর ছেলে আঃ সালাম(৪৫), মো. আমীর (৫৬), মোঃ সোহরাব (৫০), ছবদের আলী ( ৫৮), আইয়ুব আলী ৩০,সর্ব পিতা সোবাহান আলী সহ মোট ১৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে ।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী শেখ ফরিদ গংদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন থেকে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন অভিযুক্তরা জোরপূর্বক এসে আমাদের জমিতে থাকা চারাগাছ উপড়ে ফেলে। ওই সময় আমি মোঃ শেখ ফরিদ প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে।
গ্রামবাসীরা বাধা প্রদান করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া প্রাণে মারিয়া ফেলিবে বলে নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে হুমকি দিয়ে দ্রুত চলিয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জমিটি মিয়া চান গংয়ের পৈত্রিক সম্পদ , তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। অভিযুক্ত আমির আলীর ছেলে আব্দুস ছালাম আওয়ামী লীগের দোসর ছিল, জোরপূর্বক জমি দখল করার পায়তারা করছেন বলেও জানা যায়।
এ বিষয়ে অভিযুক্তদের একজন জমি নিয়ে ঝামেলার কথা স্বীকার করেন। তিনি বলেন, থানা থেকে পুলিশ সদস্যরা এসেছিলো। দু-পক্ষকে শান্ত থাকতে বলেছে। আগামী বৃহস্পতিবার থানায় সালিসি হবে।আশা করা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধান হবে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.