সিলেট প্রতিনিধি : সিলেটের সীমান্তে চোরাকারবারি দমনে অভিযান পরিচালনার সময় ইছামতি নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী মোঃ মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ আগস্ট রবিবার বিকেল সাড়ে চারটায় স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট উদ্ধারকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার হয় বলে ৪৮ বিজিবি সূত্রে জানা যায়।
৯ আগস্ট আনুমানিক বিকেল ৫টা সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় সুপারি বহনকারী একটি চোরাকারবারি নৌকাকে থামানোর চেষ্টা করে বিজিবি টহলদল। এ সময় চোরাকারবারিদের নৌকাটি বিজিবি সদস্যদের নৌকায় ধাক্কা দিলে দুইজন সদস্য নদীতে পড়ে যান। তাদের মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহ স্রোতের মধ্যে ডুবে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও সাধারণ জনগণ । টানা প্রায় ২৩ ঘণ্টা চেষ্টার পর রবিবার বিকেলে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, মাসুম বিল্লাহ কর্তব্যরত অবস্থায় যে সাহসিকতা, সততা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা বর্ডার গার্ড বাংলাদেশের গৌরবের অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ এবং অদম্য চেতনার সৈনিক। তার আত্মত্যাগ আমাদের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করবে সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালনে।
বিজিবি নিহত সিপাহীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী সব সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। মাসুম বিল্লাহকে বিজিবি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে একজন সত্যিকারের দেশ প্রেমিক সীমান্ত প্রহরী হিসেবে, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।
আরও পড়ুনঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আটক ১০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.