বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১১ আগস্ট ২০২৫) বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।
সভায় জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের প্রতি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও মানবিকতার সমন্বয় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পরে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। এখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরেন। উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে শুনানি শেষে ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।
পরে সদর থানায় নবনির্মিত জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবনের উদ্বোধন করেন ডিআইজি ঢাকা রেঞ্জ।
আরও পড়ুনঃ সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.