গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল- গাইবান্ধায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন করা হয়।
উক্ত মেলায় পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এ স্লোগানকে ধারণ করে গাইবান্ধায় এক সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ আয়োজনে আয়োজনটির সূচনা হয় সাদা কবুতর উড়িয়ে।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি মাওলানা মোঃ জোবায়ের আহম্মেদ, ইমাম কালেক্টরেট মসজিদ। গীতা পাঠ করেন দ্বীপ মুন্সী, সহকারী পুরোহিত, শ্রীশ্রী কালীবাড়ি মন্দির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশেদ আলম, এবং সামাজিক বন বিভাগের রংপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম ও সামাজিক বন বিভাগের গাইবান্ধা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, পরিকল্পিত বনায়ন কেবল পরিবেশ সংরক্ষণ নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও অনন্য ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-সতেজ বাংলাদেশ গড়তে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বৃক্ষমেলা চলবে আগামী এক সপ্তাহব্যাপী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.