এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
শহরের এইচএসএস সড়কের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে মৌন মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করে সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এম আর রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন, সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, মো. খায়রুল ইসলাম, আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।
অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, সামাজিক ঐক্য জোটের সদস্য গাউস গোর্কি, সাংস্কৃতিক শাহিনুর রহমান লিটন , রেল বাস্তবায়ন কমিটির সভাপতি রেল আব্দুল্লাহ, অ্যাড. আসাদুল ইসলাম প্রমুখ।
সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচি শেষে গণমাধ্যমে কর্মীদের নেতৃবৃন্দ জানান, গাজীপুরে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছে। এ ঘটনা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়,
এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা এই সহিংসতার বড় কারণ। অপরাধীরা শাস্তি না পাওয়ায় এবং সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা না থাকায় হামলার ঘটনা বারবার ঘটছে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা আইন প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন। সাংবাদিকদের ওপর সব প্রকার হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধে জরুরি পদক্ষেপ। সাংবাদিক নিগ্রহ ও হত্যার প্রতিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং আলাদা টাস্কফোর্স গঠন।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে গঠনমূলক ও টেকসই উদ্যোগ। এসসময় অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, দেশের সব গণমাধ্যম, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মুখে কালো কাপড় বেঁধে অনুষ্ঠিত মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ থেকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.