মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন,
স্মারকলিপি প্রদান ও বিক্ষােভ সমাবেশ কর্মসূচি পালন করেছে রাউজান প্রেস ক্লাব। গতকাল ১০ আগস্ট রবিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের সামনে এবং সদরে ফকিরহাটে এ কমসূচি অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের প্রতিনিধি উপজেলা সহকারী ভুমি কমিশনার অংছিং মারমার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি করা হয়।
এসময় বক্তারা বলেন 'রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।'
সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি,
সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, সদস্য এ.এম মামুনুর রশিদ।
রাউজান খেলোয়াড় সমিতির কর্মকর্তা সাদিকুজ্জামান শফি, সাংবাদিক নুরুল আলম, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা 'গ" জোনের সমন্বয়ক নাজিম উদ্দিন কালু, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাউজান উপজেলার যুগ্ম আহবায়ক রিদোয়ান হোসাইন আনসারী, রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক এ. আর রাশেদ উদ্দিন, সদস্য মো. সাগর, মো. তারেক, আবুল হোসেন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের কর্মকর্তা মো. আসিফুর রহমান সহ অনেকেই।
আরও পড়ুনঃ সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে মৌন মিছিল ও বিক্ষোভ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.